ভ্রাম্যমান প্রতিনিধি (মারুফ আহমেদ ব্রাইট) : শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ.ন.ম তরিকুল ইসলাম ও তার স্ত্রী প্রভাষক আনজুন নাহার এর সাতক্ষীরার বাড়িতে চুরির ঘটনায় সঙ্ঘবদ্ধ চোর চক্রের সাত জনকে আটক করে রিমান্ডে নেওয়ার পর চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত চোরের নাম আশরাফুল ধাবক (৪০)। সে সাতক্ষীরা সদরের গোবিন্দকাঠি দফাদারপাড়ার ওসমান ধাবক এর ছেলে।
২৭ আগস্ট দিবাগত রাতে সাতক্ষীরার সুলতানপুরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় উপসচিব তরিকুল ইসলামের শালক শেখ আনিসুজ্জামান রেজা বাদী হয়ে ২৯ আগস্ট কারো নাম না উল্লেখ করে সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স ম কাইউম জানান, সম্প্রতি সাতক্ষীরায় কয়েকটি চুরির ঘটনায় সঙ্ঘবদ্ধ চোর চক্রের সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করাহয়। উপসচিব তরিকুল ইসলামের সুলতানপুর এর বাড়িতে চুরির ঘটনায় গত ৮ অক্টোবর গোবিন্দকাঠি দফাদার পাড়ার ওসমান ধাবক এর ছেলে আশরাফুল ধাবক (৪০) কে আটক করে পরদিন আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সেকেন্দার আলী উক্ত আসামিকে ১৫ অক্টোবর তিনদিন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ অক্টোবর দিবাগত রাতে আশরাফুল ধাবক চুরির কথা শিকার করে। তাকে নিয়ে গোবিন্দ কাঠিতে চোরাই মালামাল উদ্ধারে যায় পুলিশ। গোবিন্দকাঠি দফাদারপাড়ায় যেয়ে স্বর্ণের গহনা চোরায় মালামালসহ চুরি কাজে ব্যাবহৃত হাতুডড় ও রেঞ্জ বেরকরে দেয় আশরাফুল ধাবক। আটক আরো ছয় সঙ্ঘবদ্ধ চোরকে পর্যায়ক্রমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ তদন্ত করছে উল্লেখ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, এচুরির ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।