লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি (সোনিয়া আক্তার): লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ নুর নবী (৩০) নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে জেলা গেয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে পুলিশ একটি একনলা বন্দুক, চার রাউন্ড বন্দুকের গুলি, দুটি সিগন্যাল মোটার সেল উদ্ধার করে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক নুর নবী একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।