অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়া, রাজধানীর উত্তরা ও দারুস সালাম এলাকা থেকে ৩৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আশুলিয়া এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল বাশার, বাশার মিয়া ও মোশারফ হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে রাজধানীর উত্তরা পশিচম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ী ও জুয়ারিকে আটক করে র্যাব-৪। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আখতার হোসেন, মোরশেদ আলম ,মোয়াজ্জেম হোসেন, মেহেদী , সাদী, মিজানুর রহমান, ইসকান্দার আলী, রুহুল আমীন, মোজাম্মেল হক, জাকারিয়া, জারিব হোসেন খান, নাজিম উদ্দিন, আনোয়ারুজ্জামান, ওমর শরীফ, জাহাঙ্গীর আলম, ফাহিম হাওলাদার, লিয়াকত আলী, শওকত-উল-ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান, জাকির হোসেন, ইমতিয়াজ আহমেদ, হেলাল শেখ, মকবুল হোসেন, ওমর ফারুক, রিপন, আবুল হোসেন ও জহির উদ্দিন বাবু। এসময় তাদের কাছ থেকে ১৫ সেট প্লেয়িং কার্ড, ৩৮ টি মোবাইল এবং জুয়ার নগদ ৬,৭৭,৮৪৮/- টাকা উদ্ধার করা হয়।
এদিকে রাজধানীর দারুস সালাম এলাকা হতে ৩৮৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসানকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল নগদ আট হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া সাভারের কাঞ্চনপুরে অভিযান পরিচালনা করে ২০১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে আটক করেছে র্যাব।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।