কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : ১৫ এপ্রিল আনুমানিক সাড়ে ৩টার সময় র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সাহারবিল ইউপির রামপুরস্থ আরকে নূরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয় এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে সাহারবিল রামপুর, গুরুন্নেকাটা এলাকার বাসিন্দা মোঃ শফিক ও মৃত দিলদার বেগম এর ছেলে মোঃ আবু শোয়াইবকে ধৃত করে।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।