আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জাদিরা নামের এক লেজার অস্ত্র ব্যবহার করছে বলে দাবি করেছে রাশিয়া। তবে যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এটিকে অপপ্রচার বলে উপহাস করেছে ইউক্রেন।
রাশিয়ার সামরিক উন্নয়নের দায়িত্বে নিয়োজিত উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন প্রজন্মের শক্তিশালী লেজার অস্ত্র পেরেসভেট শারীরিক ধ্বংসের দিকে নিয়ে যায়। ইতোমধ্যে ইউক্রেনে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে পেরেসভেট। এ অস্ত্র পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে ফাঁকি দিতে পারে।
তিনি আরও জানান, বর্তমানে রাশিয়ার কাছে পেরেসভেটের চেয়ে আরো শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। এ অস্ত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা একটি ইউক্রেনীয় ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে লেজার অস্ত্র ব্যবহারের সত্যতা পাওয়ার মতো কিছু দেখেননি তিনি।
এদিকে রুশ উপ-প্রধানমন্ত্রীর এ দাবিকে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ নিয়ে উপহাস করে বলেন, রাশিয়ার এ অস্ত্রটি জার্মান নাৎসীদের ‘ওয়ান্ডার্স অস্ত্র’ এর মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসীরা এ অস্ত্র বানানোর কথা বললেও আসলে এটির কোনো অস্তিত্ব ছিল না।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া যে লেজার অস্ত্র ব্যবহারের দাবি করছে সেটি আসলে প্রোপাগান্ডা। এ ধরণের কোনো অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
সূত্র: বিবিসি।