রাজশাহী জেলা প্রতিনিধি (হাসিবুল রাজিব) : রাজশাহীর বাগমারা থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২৬,৭২৪ লিটার ভোজ্যতেল জব্দ ও এক অসাধু ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯মে) রাত অনুমানিক সাড়ে আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগমারা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় বাগমারা থানাধীন তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ের একটি গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে তাহেরপুর বাজারপাড়া এলাকার আলহাজ্ব ইসমাইল হোসেন এর ছেলে অসাধু ব্যাবসায়ী শহিদুল ইসলাম স্বপন (৪০), কে অবৈধভাবে মজুদ রাখা ১০০টি ব্যারেলে ২০,৪০০ লিটার ভোজ্যতেল সহ গ্রেফতার করে ।
আটককৃত ওই ব্যক্তি রমজান মাসের শুরু থেকেই তেলের দাম বৃদ্ধি পাবে ভেবে ভোজ্য তেলের মজুদ করে আসছিলেন। এখন বাজারজাত করতে গিয়ে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাহেরপুরের তেলিপাড়া এলাকা হতে তার আপনভাই রফিকুল ইসলামের গোডাউন হতে আরও ৩১ টি ব্যারেলে ৬৩২৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।
মোট জব্দকৃত ভোজ্যতেলের পরিমান ২৬৭২৪ লিটার ।এর মধ্যে সয়াবিন তেল ১৯২২৪ লিটার ও সরিষার তেল ৭৫০০ লিটার।অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারি পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অভিযানের সময় গোডাউন মালিক স্বপন সাজিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার গোডাউন সিল করে দেয়া হয়েছে।