রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও দেশনেত্রী- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী’র বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দ্বাবী ও দৃষ্টান্তমূলক কঠিণ শাস্তির দ্বাবী করেছেন।
গত শুক্রবার-১৯-৫-২০২৩ রাজশাহী জেলাধীন পুঠিয়া উপজেলার অন্তর্ভূক্ত- শিবপুর হাই স্কুল মাঠে বিএনপির এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছিলেন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সেসময় আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে বলেন; ‘আর ২৭ দফা বা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে! শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে! শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার, আমরা করব।’
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ ও বিদেশের আওয়ামী পরিবারের পক্ষ হতে- তীব্র নিন্দার ঝড় উঠে আসে। আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা সেই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন এলাকায়।
জানা যায়; দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় রাজশাহী’র তানোর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সমূহের আয়োজনে- অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিলটি তানোর থানা মোড় প্রদক্ষীণ করে- গোল্লাপাড়া হাট হয়ে- পূনঃরায় থানা মোড় জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান- জনাব, লূৎফর হায়দার রশীদ ময়না।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন; তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান- সোনিয়া সরদার, ০২ নং বাঁধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক- আতাউর রহমান হেড মাষ্টার, ০৩ পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি- আব্দুল মতিন মাষ্টার, ০৬ নং কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি- ফজলে রাব্বী মিঞা ফরহাদ, ০৭ চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি- মজিবর রহমান, মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর-প্যালেন মেয়র- আমির হোসেন আমিন, উদিয়মাণ তরুণ নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবক- আলহাজ্ব আবুল বাশার সুজন, সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা- আবু সাঈদ সরকার, তালন্দ ইউপি’র চেয়ারম্যান- নাজিমুদ্দিন বাবু প্রমূখ।
এছাড়াও প্রভাষক মুনসেফ আলী, হেড মাষ্টার-জিল্লুর রহমান, মন্টু কাউন্সিলর, ডালিম, সুইট, রজবসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন।।