রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : রাজশাহী জেলাধীন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান, তৃণমূল জনগনের আস্থাভাজন- নিরহংকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি- জননেতা যুবরাজ, লুৎফর হায়দার রশীদ ময়না গত ৮- জুলাই তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা কালিন সময়ে হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যাথায় লুটিয়ে পড়েন।
তৎক্ষনিক ভাবে নেতা-কর্মীগণ তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে; কর্তব্যরত চিকিৎসক তাকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে- পারিবারিক উদ্যোগে ও দলীয় নেতা-কর্মীগণের সহয়তায়
গতকাল ১১ জুলাই বেলা ৩ টার সময় ময়না চেয়ারম্যানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা ইউনাইটেড হাসপাতালে বিজ্ঞ চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম [Enzogram] করে তার হার্ডে ব্লক দেখতে পেলে- সেসময় দ্রুত তার হার্ডে একটি রিং পরানো হয়।
বর্তমানে ময়না চেয়ারম্যান সুস্থ এবং ভালো আছেন। বর্তমানে তাকে [CCU] অবজারভেশনে রাখা হয়েছে।
তিনি সবার সাথে কুশল বিনিময় ও কথা বলতে পারছেন। তাঁর পরিবারের পক্ষ হতে ও
নেতা-কর্মীগণের পক্ষ থেকে সকল জনগনের দোয়া, আর্শীবাদ ও প্রার্থনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন; রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাধারণ সম্পাদক- জননেতা মাহাবুর রহমান (মাহাম)।
মাহাম গতকাল ১১ জুলাই (মঙ্গলবার) সন্ধায় ঢাকা ইউনাইটেড হসপিটালে অবস্থান করেন এবং ময়না চেয়ারম্যান এর শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখেন।
মুঠো ফোনে মাহাবুর রহমান (মাহাম) সকল শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতা-কর্মীদের নিকট ময়না চেয়ারম্যান এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করছেন।
একই সাথে তানোর উপজেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিগণের পক্ষ থেকে সভাপতি- শামসুল আলম এবং সাধারণ সম্পাদক- ইমরান হোসাইন তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।।