রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : আজ মহান মে দিবস। ১৮৭৬ সালের এই দিনে অ্যামেরিকার সিকাগো শহরে দৈনিক আট ঘন্টা কাজের দ্বাবীতে আন্দোলন করেন বিভিন্ন শ্রমিক সংগঠণ।
পুলিশের গুলিতে নিহত হয় শত শত মানুষ! সেই থেকে ১লা মে মহান মে দিবস হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়।
আজ এই মহান মে দিবস উপলক্ষ্যে- রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালা হাট চত্বরে- বাঙ্গালী জাতীর জনক “বঙ্গবন্ধু” শেখ মুজিবুর রহমানের সেই অবস্বরণীয় বাণীকে সামনে রেখে; (“শ্রমিকদের সন্মান নিয়ে কথা বলুন; তাদের পরিশ্রমে আমার আপনার বেতন হয়।”) বণার্ঢ র্যালি ও পথসভা এবং সকল শ্রেণীর মেহনতি মানুষের মাঝে স্থানীয় সাংসদ রাজশাহী-০১ (তানোর-গোদাগাড়ী) আসনের ভিআইপি এমপি- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে গাঞ্জি বিতরণ করেন; উদিয়মাণ তরুণ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার সুজন।
র্যালি, পথসভা ও গাঞ্জি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগ সভাপতি- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর-প্যানেল মেয়র- আমির হোসেন আমিন, প্রকৃত আওয়ামী লীগার ওয়ার্ড কাউন্সিলর নাহিদ, উদিয়মাণ তরুণ নেতৃত্ব- রামিল হোসেন সুইট, ডালিম, শাহাবুদ্দীন, মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।
পথসভায় বক্তারা বাংলাদেশসহ সারা বিশ্বের সকল শ্রমজীবি মানুষদের প্রতি সেই মহান মে দিবসে সকল শ্রমজীবি ও মেহনতি মানুষদের স্বরণে তাদের প্রতি দোয়া ও আন্দোলনে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।।