রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত ০৬নং কামার গাঁ ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
কামার গাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ মিঞার সভাপতিত্বে ও সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় পাড়িশো উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বরেন্দ্র ভূমীর পোড়ামাটির লৌহ মানব, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, উত্তর বঙ্গের সেরা সাংসদ- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তৃণমূল জনগোষ্ঠীর আস্থাভাজন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লূৎফর হায়দার রশীদ ময়না মহোদয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন; চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান- সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- মাঈনুল ইসলাম স্বপন, সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদ্বীপ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি- রাম কমল সাহা, বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী- তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, প্রভাষক- মুনসেফ আলী, হেড মাষ্টার- জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক- শামসুল আলম ও সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ।
প্রধান অতিথি বলেন; আগামী নির্বাচন হবে চ্যালেন্জিং; আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের সকলের একাত্মতায় মতৈক্য পৌঁছাতে হবে। তিনি আরও বলেন; আগামী নির্বাচনে নৌকা যার,
মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দ্বাবী করেন- তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক, আমাদের একটাই পরিচয়; আমরা নৌকার কর্মী।
এদিকে একইদিন বিকেলে চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ইফতার সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও উক্ত দুটি ইউপি আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠণের সাংগঠণিক নেতা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।