রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত- মুণ্ডুমালা পৌরসভার মুণ্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ ও মুণ্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের ২০২৩ ইং শিক্ষা বর্ষের (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০-আগস্ট (বৃহস্পতিবার) মুণ্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ অধ্যক্ষ. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং মুণ্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ- শহিদুল হকের সঞ্চলনায় মুণ্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ ও মুণ্ডুমালা মহিলা ডিগ্রী কলেজের ২০২৩ ইং শিক্ষা বর্ষের (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে রাজশাহী-০১ (তানোর – গোদাগাড়ী) জাতীয় সংসদ সদস্য- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি, তৃণমূল জনগোষ্ঠীর আস্থাভাজন, উপজেলা পরিষদ চেয়ারম্যান- যুবরাজ লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার, বিল্লাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন, মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর-প্যানেল মেয়র- আমির হোসেন (আমিন) সাধারণ সম্পাদক- মোহাম্মদ হোসেন-মন্টু, সাংগঠনিক সম্পাদক- নাহিদ হাসান, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক- আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক- মাহাবুর রহমান মাহাম প্রমুখ।।