রাজশাহী জেলা প্রতিনিধি (এম শামসুল আলম) : রাজশাহী জেলাধীন চারঘাট উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে- আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন; চারঘাট উপজেলা চেয়ারম্যান- আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- তাজমিরা খাতুন, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম, উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার- মিজানুর রহমান আলমাছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট নৌ-পুলিশ ফাঁড়ি অফিসার ইনর্চাজ- বেলাল হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান- হাসানুজ্জামান মধু, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি- সাইফুল ইসলাম বাদশা, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি- মোজাম্মেল হক,
এবং এত্র উপজেলার সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ব্যপকভাবে আলোচনা ও সমালোচনা করেন।।