অনলাইন ডেস্ক : রাজবাড়ী জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের চলতি বছরের জুলাই ও আগষ্ট মাসের পারফরমেন্স মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ও গোয়ালন্দ সার্কেল) মোঃ মাইনুদ্দিন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া পারফরমেন্স মূল্যায়নে রাজবাড়ী থানার এস আই খোকন চন্দ্র দাস, এএসআই জনি দেবদাস ও এএসআই হারুন অর রশিদ ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন।