অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া সেন্টার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মতিঝিল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সবুজবাগ থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে (খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশে) পৌঁছালে বলাকা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গিয়ে কামরুল ইসলাম গুরুতর আহত হন।
এতে আরও বলা হয়, স্থানীয় লোকজন কামরুল ইসলামকে আহতাবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসাইন জানান, সোমবার দিবা গত রাত সোয়া আটটার দিকে বাসাবো বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে এসআই কামরুল ইসলাম তাঁর কর্মস্থল মতিঝিল থানার দিকে যাচ্ছিল। এ সময় পিছন থেকে দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত তিনি।
ওসি আরো জানান, নিহতের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ দাফনের উদ্দেশ্যে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এ ঘটনায় বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।