গাজী ফারহাদ : আজকে এই রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ মোচনে আমরা কিছুটা অংশ নিতে চাই বলে মন্তব্য করেছেনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি। রোববার (১৪ আগষ্ট) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা ছাত্র লীগের রক্তদান কর্মসূচিতে রক্ত দানের পর তিনি এসব কথা বলেন।
ড. কাজী এরতেজা হাসান বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে ঝরা রক্ত আজো বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছে। আমরা বঙ্গবন্ধুর সেই ঋণ কখনো পরিষোধ করতে পারবো না। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তিনি
তিনি বলেন , বঙ্গবন্ধুর রক্তের ঋণ কখনও শোধ করা যাবে না, অন্তত মানবতার সেবায় এধরণের কর্মসূচি বিশাল ভূমিকা রাখতে পারবে। আর তাতেই বঙ্গবন্ধুর আত্তা শান্তি পাবে।’ এধরনের উদ্যোগগুলো সারা বাংলাদেশেই নেওয়া উচিত। ‘সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে রক্তের যে স্বল্পতা তা আর থাকবে না। সব সংগঠন যদি এরকম আয়োজন করে তাহলে দেশে রক্তের ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, ভোরের পাতা গ্রুপের ডিরেক্টর ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র লীগের সহ-সম্পাদক কাজী জারজিস বিন এরতাজা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ হোসেন, ছাত্র লীগ নেতা জুবায়ের আল জামান, সাবেক ছাত্র লীগ নেতা এজাজ উদ্দিন তাপস প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।