রংপুর জেলা প্রতিনিধি (পলাশ রায়) : রংপুরের কাউনিয়ায় নগদ অর্থ দিয়ে জুয়া খেলার সময় জুয়ার খেলার সরঞ্জাম সহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার হরিশ্বর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে তুহিন (২৯), একই গ্রামের মৃত দছিম উদ্দিনের ছেলে , মোঃ কামাল হোসেন (৩৩) ), মৃত অছির উদ্দিনের ছেলে, মোঃহোসেন আলী (৪০),মৃত আব্বাস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মজিদ (৩৩)।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাসুমুর রহমান জানায়, উপজেলার কাউনিয়া থানাধীন হরিশ্বর গ্রামের মোঃ তফিকর রহমান তুহিন এর বসতবাড়িতে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলিতেছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে তার নির্দেশনায় বালাপাড়ার বিট অফিসার এসআই মোঃ সাজু মিয়া সঙ্গীয় ফোর্স সহ তফিকর রহমান তুহিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতর থেকে ০৪ জন যুবককে আটক করে।
তিনি আরও জানায়, এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।