বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : ইতালি বিএনপির সংগ্রামী ও সুযোগ্য সাধারণ সম্পাদক কর্মী গড়ার কারিগর ঢালী নাসির উদ্দিন প্রবাসে জাতীয়তাবাদী দল বিএনপি কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে যুক্তরাজ্যে সাংগঠনিক সফর শেষে রাজধানী রোম সামপিনো বিমানবন্দরে এসে পৌঁছালে ইতালি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে সংক্ষিপ্ত সাক্ষাতে ঢালী নাসির উপস্থিত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে ইতালি বিএনপি’র নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বিএনপি সমর্থক সকল নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।
এসময় বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।