অনলাইন ডেস্ক : মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ যশোরের উদ্যোগে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত।
আইজিপি’র নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে গত ২১/০৩/২০২১খ্রিঃ হতে চলছে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় ২২/০৩/২০২১খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর দিক নির্দেশনায় মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর শহরের ব্যস্ততম স্থান পালবাড়ি মোড়ে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেন।
এসময় তিনি বেশ কয়েকটি বাসে যাত্রীদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
একই সাথে রাস্তায় মাস্ক বিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ এবং এটা ব্যাবহারে সকলকে উদ্বুদ্ধ করেন।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন যশোর ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।