যশোর জেলা প্রতিনিধি : যশোরে ডিবি পুলিশের অভিযানে ০৬ কেজি গাঁজা উদ্ধারসহ চিহ্নিত ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০:৫০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন পুলেরহাট সাকিনস্থ পুলেরহাট বাজারের গালফ্ ইঞ্জিনিয়ারিং এর সামনে বেনাপোল হতে যশোর গামী পিচের রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ আবু ছালাম (২১), পিতা- জয়নাল, মাতা-মমতাজ বেগম, সাং-পোড়াবাড়ি, (২) মোঃ সুজন (২০), পিতা- মোঃ আক্তার, মাতা- মোমেনা বেগম, সাং- শাখারীপোতা, উভয়থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।