যশোর জেলা প্রতিনিধি (ইমাদুল ইসলাম) : স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে যশোরের মনিরামপুরে পলাশী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্ড বিতরণ ক্যাম্প স্ব-শরীরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
শনিবার ১৬ই নভেম্বর মনিরামপুর উপজেলাব্যাপি স্মার্ট কার্ড বিতরনের ধারাবাহিক কর্মসূচিতে রহিতা ইউনিয়নের পলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্প পরিদর্শন ও স্মার্ট কার্ড বিতরনে অংশ নেয় অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ সহ নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল।
সরেজমিনে কার্ড বিতরণ ও প্রতিটি ক্যাম্পের সার্বিক বিষয় তদারকি করেন এ প্রতিনিধি দলটি।
এ সময় পলাশি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্ড বিতরণ কর্মসূচির ক্যাম্প পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, মনিরামপুর থানার তদন্ত কর্মকর্তা পলাশ বিশ্বাস, রহিতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজ উদ্দীন সহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের সার্বিক তত্বাবধানে গত ৪ঠা নভেম্বর মনিরামপুর সদর ইউনিয়ন থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি। নির্বাচন অফিসের তথ্যমতে, মনিরামপুর পৌরসভা সহ ১৭টি ইউনিয়নে সর্বোমোট ২ লক্ষ্য ৯০হাজার ৪৯৩ জন ভোটারকে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা করছি। কোন রকম জটিলতা ছাড়াই এ পর্যন্ত ৪টি ইউনিয়নে কার্ড বিতরণ করা হয়েছে। স্নার্ট কার্ড বিতরনের বিপরীতে এখনো পর্যন্ত ৮০% ভোটার স্ব-শরীরে কার্ড নিয়েছেন। মনিরামপুর উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতার ধারা অব্যাহত থাকলে আমরা কার্ড বিতরণ কর্মসূচি সফলভাবে শেষ করতে পারবো।