যশোর জেলা প্রতিনিধি (তন্ময় মুখার্জি) : যশোরের বেনাপোলে একটি বিদেশী পিস্তল ও একটা ম্যাগজিনসহ রমজান মোল্লা (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পোর্ট থানার গাতীপাড়া সাহাদাৎ এর মোড়ে দৌলতপুর পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক রমজান মোল্লা পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি’র অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান আক্কাস সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর পাঁকা রাস্তার উপর হতে রমজান মোল্লাকে গ্রেফতার করে।পরে তার কাছে একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগজিন পাওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।