সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি (নাজির হোসেন) : যক্ষা হলে রক্ষা নাই এই কথাটার ভিত্তি নাই। যক্ষা রোগের ঔষধ সরকারি পৃষ্ঠপোষকতায় ফ্রি বিতরণ করা হচ্ছে। ডাক্তার প্রেসক্রিপশন করলে ও তা কিনে খাওয়ার প্রয়োজন নেই। নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতাল থেকে ওষুধ সংগ্রহ করতে পারবে রোগী। শুধু তাই নয় দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে ফ্রি পরীক্ষাও হচ্ছে।
সাতক্ষীরা কলারোয়া উপজেলার ব্রাক এর আয়োজনে টিবি,ম্যালেরিয়া, এচইআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের টিবি ওরিয়েন্টশন অনুষ্ঠানে এমনটি জানান সাতক্ষীরা জেলা ব্রাক কর্মকর্তা টিবি মো সোহেল রানা।
বৃহস্পতিবার ৮ই মার্চ সকাল ১০টায় কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা ব্রাক অফিসের নিজস্ব কার্যালয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে তিনি আরো বলেন, আপনারা কেউ শিক্ষক, কেউ ইমাম আবার কেউ সমাজসেবী আপনাদের সমাজে বড় একটি ভূমিকা রয়েছে। আপনারা মানুষকে সচেতনতা করবেন যক্ষা রোগের লক্ষণ দেখা দিয়া মাত্র রোগীর চিকিৎসা নিতে উৎসাহিত করবেন। রুগীদের নিয়মিত খোঁজ খবর নিবেন।তারা নিয়মিত ঔষধ গ্রহণ করছে কিনা দেখার আহবান জানান এই কর্মকতা।
এসময় উপস্থিত ছিলেন কলেরায়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা সুলতানা মিনা,কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রদান কর্মকর্তা টিএসও মাহবুবরহমান সান্টু, এলাকা ব্যবস্থা আবদুলা আল মতিন (প্রগতি),শিক্ষক, সমাজসেবী সংগঠন, বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন স্থানের মানুষ উপস্থিত ছিলেন।