প্রেস বিজ্ঞপ্তি : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি এবং উপহার হিসেবে সাতক্ষীরার ১,১৪৯টি নির্মান করা মানসম্মত ঘর পাচ্ছেন সাতক্ষীরার সাত উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এই প্রতিবাদ্য শ্লোগানকে সামনে রেখে আগামী ২৩ শে জানুয়ারী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মান করা বসত ঘরগুলোর চাবি আনুষ্ঠানিক ভাবে পরিবার গুলোর মাঝে হস্তান্তর করবেন।
গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাতক্ষীরা সার্কিট হাউসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানালেন নির্মান করা ঘরগুলোর বাস্তব পরিস্থিতি, উন্নত এবং মানসম্মত টিন সমৃদ্ধ দুইটি কক্ষ। একটি রান্নাঘর, একটি টয়লেট ও বিদ্যুৎ ব্যবস্থা, প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, সাতক্ষীরা এক হাজার একশত উনপঞ্চাশটি পরিবারের মাঝে আনন্দ আর খুশির রেখা ফুটছে। আশ্রয়হীন পরিবার গুলো প্রধানমন্ত্রীর কারনেই বসতবাড়ী পাচ্ছে। তিনি আরও বলেন ঘরগুলো কেবল বসবাসের উপযোগী তা নয়, প্রকৃতি এবং বাস্তবতার নিরিখে অনন্য সৌন্দর্য্যরে অধিকারীতে পরিনত হয়েছে।
তিনি সাংবাদিকদেরকে আত্মবিশ্বাসের সাথে বলেন আপনারা ঘরগুলো পরিদর্শন করবেন, কোথাও যদি কোন ধরনের অনিয়ম বা দুর্ণিতী পরিলক্ষিত হয় তাহলে তা আমাকে অবহিত করবেন। ঘরের টিন, দরজা সহ সব ধরনের অবকাঠামো মানসম্মত, মেহগনি এবং সারি কাঠের তৈরী দরজা, প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি এবং স্বপ্ন গৃহহীনদের গৃহ নির্মানের বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পালন করেছে। ঘরগুলো বর্তমানে যে সকল স্থানে নির্মান হয়েছে তা সরকারি সম্পত্তি হলেও অন্যের ভোগ দখলে ছিল। তা উদ্ধার করতে হয়েছে, তিনি আরও বলেন আগামীতে আরও ঘর বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরও বলেন, আমি নিজেই এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব প্রাপ্তরা নির্মানের সময় নির্মানের পরেও পরিদর্শন ও তদারকি করেনি, নির্বাহী অফিসাররাও দায়িত্বশীল ভূমিকা রেখেছে।
আগামী ২৩শে জানুয়ারী শিল্পকলা একাডেমীতে ভার্সুয়াল উদ্বোধনে তিনি সাংবাদিকদের উপস্থিতি থাকার আহবান জানান, সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিনুর রহমান, সদর নির্বাহী অফিসার দেবাশীস চৌধুরী প্রমুখ।