অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ২.৩৫ কেজি হেরোইন সহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ইং- ২৮/০৬/২০২১ তারিখ দুপুর ১৩:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ছত্রাজিতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে RAB-5 কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ০১টি মোবাইল ফোন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী, উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিজে হেফাজত হতে ২.৩৫ কেজি হেরোইন বের করে দিলে তা সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৪২) দীর্ঘদিন যাবৎ হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।