মিরপুর প্রতিনিধি (নূর হোসাইন) : মিরপুর আর সি স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত । আজ ১৭ মার্চ ২০২৩ ইং সকাল ১০ ঘটিকার সময় এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজধানীর মিরপুর আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সুর্পণা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ মজিবর রহমান , অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয় এবং জন্মদিনের কেক কাটা হয় । পরে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে কয়েকজন নৃত্য পরিবেশন করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য ডা. হাজেরা সুলতানা বিউটি , সদস্য সৈয়দ সহিদুল ইসলাম সহিদ ও শিক্ষক প্রতিনিধি মোঃ জাকির হোসেন , স্থানীয় সাংবাদিক ও কলামিষ্ট নূর হোসাইন ও অন্যান্য শিক্ষকগণ , ছাত্র-ছাত্রীবৃন্দ,
এ সময় স্কুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো এদেশ স্বাধীন হতো না তাই এই জন্মদিনে জাতির পিতার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি তার মেধাশক্তি দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন ।