নওগাঁ জেলা প্রতিনিধি : মানহানিকর সংবাদ প্রকাশ করায় অনলাইন পোর্টাল দৈনিক কালের সংবাদ পত্রিকার সম্পাদক মো.সোহেল চৌধুরী কে উকিল নোটিশ করা হয়েছে।
মিথ্যা ও বানোয়াট’ সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পত্রিকাটিকে উকিল নোটিশ পাঠিয়েছেন সাংবাদিক মো.সানজাদ রয়েল সাগরের পক্ষে নওগাঁ জজ কোর্টের আইনজীবী নাজমুল হুদা।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে অনলাইন পোর্টাল কালের সংবাদ থেকে উক্ত সংবাদটি তুলে নিতে বলা হয়েছে ওই নোটিশে।
এছাড়া শর্তহীনভাবে লিখিত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
‘বদলগাছীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ পেলেন সাবেক এমপি সৌরেন্দ্র নাথের দোসর সাংবাদিক সাগর’ শিরোনামে গত ১৪ নভেম্বর অনলাইন পোর্টাল দৈনিক কালের সংবাদ প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে উকিল নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, দৈনিক কালের সংবাদে প্রকাশিত ‘বদলগাছীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ পেলেন সাবেক এমপি সৌরেন্দ্র নাথের দোসর সাংবাদিক সাগর’ সংবাদটি সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে রচিত। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিক সানজাদ রয়েল সাগরের সুখ্যাতি বিনষ্ট করার এবং অসৎ উদ্দেশ্যে অনলাইল পোর্টাল কালের সংবাদ এই সংবাদটি প্রকাশ করেছে।
এছাড়াও ঐ নোটিশে আরো উল্লেখ করা হয়েছে উক্ত ডিলারশীপ নিয়োগের জন্য আবু সাঈদ একই স্থানের প্রার্থী ছিলেন।তিনি ডিলারশীপ নিয়োগ না পেয়ে উদ্দেশ্যে প্রনোদিতভাবে ছবি ব্যবহার করে মনগড়া নিউজটি পাঠিয়েছেন। নিউজ পাঠানোর সত্যতা সম্পাদক ও প্রকাশক সোহেল চৌধুরী নিশ্চিত করেছেন। উক্ত নিউজটির কোন প্রকার সত্যতা নাই জন্য লিগ্যাল নোটিশ প্রাপ্তির সাথে সাথে সংবাদটি নিউজ পোর্টাল থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে সংবাদটি অপসারণ করে আপনার পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি মো.আবু সাঈদ কে পত্রিকা থেকে অব্যাহতি প্রদান করিবেন। অন্যথায় সম্পাদক এবং সংশ্লিষ্ট প্রতিনিধি’র বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে উক্ত উকিল নোটিশে উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক সানজাদ রয়েল সাগর।