মানবচিত্র ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ অক্টোবর) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন। মাসুম আজিজের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
অন্য এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাসুম আজিজ। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন।
জানা গেছে, মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।