গাজীপুর জেলা প্রতিনিধি (মোহসিন আজাদ পাপন) :
গাজীপুরের টঙ্গীতে আজ শনিবার দুপুরে টঙ্গী বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে এবং শিল্প বান্ধব পরিবেশ রক্ষায় শিল্প মালিকদের সাথে পুলিশের সামঝোতা স্বারক অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এসব কথা বলেন। টঙ্গী বিসিকে মোট কারখানার সংখ্যা ১৫৭টি। এ সব কারখানায় ৬৫ হাজার শ্রমিক কাজ করে। এসব কারখানায় পরিবহনের সাথে যুক্ত রয়েছে ১২০০ শ্রমিক। কারখানার মালামাল পরিবহনের সাথে যুক্ত চালকরা অধিকাংশ মাদকাসক্ত। তাদের ডোপ টেস্ট করা হবে।
টঙ্গী বিসিক শিল্প মালিক কল্যান সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক সফিউল সাফি আলমগীর, টঙ্গী বিসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স এন্ড ফিনেন্স) ইলতুৎ মিশ, উপ পুলিশ কমিশন অপরাধ দক্ষিণ মাহাবুবু উজ জামান, উপ পুলিশ কমিশন ডিবি (দক্ষিন) ইব্রাহিম খান, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা বিসিকের উপ ব্যবস্থাপক নজরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি মো.আশরাফুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম, গাজীপুর সিটি করপোরেশনের ৪৪নং ওয়ার্ডের কাউন্সিল মাজাহারল ইসলাম দীপু প্রমূখ।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশন অপরাধ দক্ষিণ মাহবুব উজ জামান ও টঙ্গী বিসিক শিল্প মালিক কল্যান সমিতির পক্ষে সৈয়দ তানভীর হোসেন এ সামঝোতা স্মারক এ স্বাক্ষর করেন।