মাগুরা জেলা প্রতিনিধি (মেহনাজ হোসেন) : মাগুরা জেলার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ১১ টায় করোনা পরবর্তীতে মন্দাভাব মোকাবেলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষিত বেকার যুবকদের মাঝে কম্পিউটার শিক্ষা ও নারীদের নকশীকাঁথা সেলাই বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন। উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ। সঞ্চালন করেন সমাজ সেবা অফিসার ওয়াসিম আকরাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল ইসলাম,জিল্লুর রহমান সাগর সাংবাদিক সহ আরো অনেকে। সহায়তা করেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ব্যবস্থাপনায় রয়েছে সমাজ সেবা অফিস ও যুব উন্নয়ন অফিস।