মানবচিত্র ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এম খুরশীদ হোসেন বলেন, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থার কাছে জঙ্গি হামলার হুমকি নেই। এরপরও সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের স্পেশাল ইউনিট প্রস্তুত রয়েছে।