মানবচিত্র ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টার সময় শহরের খুলনা রোড়ের মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
সকাল ৯টার সময় সাতক্ষীরা সার্কিট হাউজে পুলিশ সুপার, সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহান বিজয় দিবসের সালামী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ মোঃ ইয়াসিন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ন কবির, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা সাইফুল ইসলাম, সাতক্ষীরা, ডিআইও-(১) মোঃ মিজানুর রহমান প্রমুখ।
পরবর্তীতে বেলা ১টার সময় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করেন পুলিশ সুপার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অবঃ)সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ বক্তব্য প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।
ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করা হয়।
উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার)।