অনলাইন ডেস্ক : পুলিশ সপ্তাহ ২০২৩ এর শেষে দিনে (৮ জানুয়ারি ২০২৩) সকালে প্রথম কর্মঅধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রিবর্গ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিববৃন্দের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন মন্ত্রণালয়, ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ সভায় নানা যৌক্তিক বিষয় উপস্থাপন করেন।তাঁদের ভিতরে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মূল্যবান ব্যক্তব্য রাখেন।
মাননীয় মন্ত্রীবর্গ এবং সিনিয়র সচিব/সচিবগণ মনোযোগ সহকারে উত্থাপিত বিষয়গুলো শ্রবণ করেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস প্রদান করেন।