ভোলা চরফ্যাশন প্রতিনিধি (মো: মিলন রানা) : ভোলার
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে।
শনিবার বিকালে উপজেলার শশীভূষণ থানার আঞ্জুরহাট বাজার সংলগ্ন থেকে চোরাই গরু উদ্ধার করে দক্ষিণ আইচা থানার এস আই সবুজ।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়া মিয়ার ছেলে কামরুলের পালিত গরু সপ্তাহখানেক আগে বাড়ি থেকে চুরি হয়ে যায়। এতে কামরুল অনেক খোঁজাখুজির করে গরু পাননি।
হটাৎ শনিবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদে জানা যায় একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মিজান ওই গরু আঞ্জুরহাট এলাকায় বিক্রি করেছেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চাপে মিজানের লোকেরা চোরাই গরু উদ্ধার করে নজরুল নগর ইউনিয়নের মিজান ডাক্তারের জিম্মায় ইউনিয়ন পরিষদে রাখেন।
ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রমিজ চৌকিদারের গরুও চুরি করারও অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই গরু রমিজ চৌকিদারের বাড়িতে রয়েছে। নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চৌকিদার সৌরভ মৃধা চুরির সততা স্বীকার করে বলেন, চোরাইকৃত গরুটি আমার জিম্মায় রয়েছে।
অভিযুক্ত নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি মিজান এর মোবাইল কল দিলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সভাপতি মো. নিজামউদ্দিন রাসেল বলেন, এমন ঘটনা শুনা যাচ্ছে। যদি ঘটনার সাথে মিজান জড়িত থাকে তাকে নজরুল ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হবে। ছাত্রলীগ কমিটিতে কোনো দূরচরিত্রের স্থান দেয়া হবে না।
দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনা শুনছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।