সংবাদ বিজ্ঞপ্তি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ভোমরা স্থলবন্দর সংলগ্ন ভোমরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও জিয়াউল ইসলাম জিয়াকে সাধারণ সম্পাদক করে পরবর্তী দু’বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে আবুল হোসেন ও আবু বকর সিদ্দিক সহ-সভাপতি, সুমন কুমার ঘোষ সুজন যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফর রহমান মন্টু সাংগঠনিক সম্পাদক, শাহজাহান কবির দপ্তর সম্পাদক, আনারুল ইসলাম অর্থ সম্পাদক, আব্দুল গফফার প্রচার সম্পাদক, রফিকুল ইসলাম ক্রীড়া ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর হোসাইন ধর্ম বিষয়ক সম্পাদক, সীমা রানী মহিলা বিষয়ক সম্পাদিকা, জাকির হোসেন জনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। তাছাড়া আনারুল ইসলাম, জারিউল ইসলাম, রাজু বিশ্বাস, আল-মামুন, সঞ্জয় বিশ্বাসকে নব-গঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।