নিউজ ডেস্ক : ভোমরা সিএন্ডএফ আহবায়ক কমিটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারাত করা হয়। শুক্রবার ১৭ ডিসেম্বর বেলা ১১টায় গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় মাজার জিয়রাত করা হয়। প্রথমে পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, এম মাকছুদ খান, রামকৃষ্ণ চক্রবর্তী, মো: মিজানুর রহমানসহ ভোমরা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন জানান, আমরা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান এর টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম দিয়ে রওনা হয়েছিলাম। সেখানে যেয়ে আমরা সুরা ফাতিহা, সুরা এখলাস, সুরা তাখাসুর ও আয়াতুল কুরছি পাঠ করে তার রুহের মাগফিরাতের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া ও প্রার্থনা করেছি।