সাতক্ষীরা জেলা প্রতিনিধি(আজহারুল ইসলাম) :
সাতক্ষীরা সদরের ৬ নং ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮জুন) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে-২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানো প্রধান শিক্ষক আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ আফছার আলি।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজ এর অধ্যক্ষ নাজমুছ শাহাদাৎ, ৬ নং ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর।
অনুষ্ঠানে সদ্য প্রকাশিত যশোর শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ শিক্ষার্থী মনোনিত হওয়ায় শিক্ষার্থী আনোয়ার হোসেনকে ক্রেস প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।