বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : ঐক্য সৌহার্দ্য শান্তি প্রগতি এই প্রতিপাদ্য নিয়ে ইতালির প্রবাসীদের সুসংগঠিত করার লক্ষে ভেনিসে বসবাসরত বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন জেলা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর নিয়ে গঠিত বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আংশিক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় একটি হলরুমে বিগত কমিটি বিলুপ্ত করে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটিতে আবুল কালাম আজাদ কে সভাপতি ও আজাদ খাঁন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।এছাড়াও আকতারুজ্জামান কে সিনিয়র সহ-সভাপতি, জসিম উদ্দিন কে সহ সভাপতি, নুর আলম ভূইয়াকে যুগ্ন সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম মোমিন ও শাহাজাহান বাদশা এবং জাব্বার মিয়াজী কে সাংগঠনিক সম্পাদক,কবির হোসেন কে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।নির্বাচিত সদস্যরা খুব তাড়াতাড়ি একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে বলে আশা করেন সবাই।
এই সময় বিগত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবার দোয়া ও ভালোবাসা চেয়ে বিদায় নেন।
নবগঠিত বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন,আজ যে সংগঠন গঠন করা হলো তা প্রবাসের মাটিতে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে সবসময় কাজ করে যাবে।তারা আরো বলেন আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা চাই ভেনিসে বসবাসরত বৃহত্তর কুমিল্লা বাসী সহ সমস্ত বাংলাদেশীদের উন্নয়নে অংশীদার হতে।
পরে উপস্থিত সবাই বিগত কমিটির নেতৃবৃন্দের বিদায় দিয়ে নতুন আংশিক কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও পিন্ট্র মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।