সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আব্দুর রশিদ) : সাতক্ষীরায় ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ ই জানুয়ারি বিকাল ৫ টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে ভূমিহীনদের ‘সরকারি খাসজমি’ প্রভাবশালীদের থেকে উদ্ধারপূর্বক উচ্ছেদ হওয়া সকল ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় এবং মোঃ আব্দুল সাত্তারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাতক্ষীরা জেলা সভাপতি।
তিনি বলেন, ভূমিন্দের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, সরকারি খাসজমি প্রভাবশালীদের থেকে উদ্ধারপূর্বক উচ্ছেদ হওয়া সকল ভূমিহীনদের বুঝিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা ভূমিহীনদের আমাদের কমপক্ষে পাঁচ কাটা, দশ কাটা এবং একবিঘা করে সরকারি খাসজমি দিন, আমাদের মাথা গোচার ঠায় হইলে আর কিছু চায়না আমাদের এই অধিকার টুকু ফিরিয়ে দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মোঃ মজিবর রহমান, বাংলাদেশ ভূমিহীন, সংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা। মিন্টু সরদার, মোছাঃ মনিরা বেগম, ভূমিহীন সদস্য সাতক্ষীরা জেলা। মোছাঃ আয়েশা খাতুন (খোকোমনি), মোছাঃ রওশন আরা খাতুন।
এছাড়াও এ সময় অনুষ্ঠানে সাধারণ ভূমিহীনরা উপস্থিত ছিলেন।