অনলাইন ডেস্ক : তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
এর আগে সকালে ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের একটি নবনির্মিত ভবন উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি। সেসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতি কোবিন্দ।
রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার গণমাধ্যমকে জানান, রামনাথ কোবিন্দ প্রথমে ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া মন্দিরের অংশটি উদ্বোধন করেন। পরে পূজায় অংশ নেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় আসেন রাষ্ট্রপতি কোবিন্দ।