1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
September 9, 2024, 5:20 am
শিরোনাম
যোগদান করেছেন খুলনা রেঞ্জের নতুন ডিআইজি মোঃ রেজাউল হক ইসরায়েলকে রুখতে মুসলিম দেশগুলোর জোট গঠনের আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন, সভাপতি জাকির ও সম্পাদক তাজাম্মুল শহীদের স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পটুয়াখালীর গলাচিপায় রেকর্ডভুক্ত সম্পত্তি দখল সহ বসত বাড়ি উচ্ছেদের পায়তারা ও জীবননাশের হুমকি গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি, নেতৃত্বে থাকছেন যারা স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, সাতক্ষীরার জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ করেছে বিজিবির সদস্যরা গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে রবিবারের মধ্যে কমিটি গঠনের ঘোষণা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাদরাসার ছাত্র সজিব বাঁচতে চায়

  • আপডেট সময় Saturday, November 4, 2023

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ব্লাড ক্যান্সারে আক্রান্ত জীবন-মরণ সন্ধিক্ষণে ফুটফুটে, নম্র-ভদ্র, মেধাবী মাদরাসার আলিম ১মবর্ষের ছাত্র মেহেদী হাসান ওরফে সজিব  (২০) তেমনি বাঁচতে চায়। প্রয়োজন সম্মিলিত আন্তরিক সাহায্য-সহযোগিতার। অর্থাভাবে ইতোমধ্যেই তার চিকিৎসা ব্যয় প্রায় স্থবির হয়ে পড়েছে। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের জয়নাল আবেদীন   ও মোর্শেদা আক্তার দম্পতির ২ পুত্র ও ১ কন্যার মধ্যে মেহেদী হাসান সজিব সবার বড় । ওরা ভাইবোন সবাই মেধাবী। বাবা  মনোহরপুর মরহুম ফজলুল হক স্যারের জামে মসজিদের জুম্মার নামাজের খতিব,ও ছোট একটি চা, পান এর  বিক্রেতা । স্নেহের সন্তান সজিব  ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে পরিবারটি নাওয়া-খাওয়া ছেড়ে পাগলপাড়া পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তরোগ ও ব্লাডক্যান্সার বিশেষজ্ঞ  সহযোগী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম  এর তত্ত্বাবধানে চিকিৎসা করতে গিয়ে নানা পরীক্ষা-নিরিক্ষা শেষে, সজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত বলে জানা যায়। গত ৩ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম(হেমাটোলজি বিভাগ,ওয়ার্ড- ৯০১, বেড-২৮, রুম নং ০৫) তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

চিকিৎসায় প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে । সজিবের বাবা জয়নাল আবেদীনের কাছে চিকিৎসক ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম  বলেছেন, লাগাতার ৯০ দিন চিকিৎসা করলে সজিব ইনশাল্লাহ্ সুস্থ্য হবে। চিকিৎসায় সর্বসাকুল্যে ১৫থেকে ২০ লাখ টাকা ব্যয় হবে। ইতোমধ্যেই প্রায় ২ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। গরীব পিতা-মাতার আদুরে সন্তান সজিব বাঁচার আকুতি নিয়ে আর্তনাদ করলেও পিতামাতা ও আত্মীয়-স্বজন চিকিৎসায় অক্ষম। সজিব সুস্থ্য হয়ে আগের মতো ফিরে যেতে চায় তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইসহাকাবাদ আলিম মাদরাসা  শিক্ষকসহ সহপাঠীদের নিকট।

তার পিতামাতা নিজ এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্কুল-কলেজ ও মাদ্রাসা, সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিবর্গ, জেলা উপজেলার ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস আদালতের কর্মজীবি, ব্যবসা প্রতিষ্ঠান, নির্বাচনী এলাকার সাংসদসহ সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মানবিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ জয়নাল আবেদীন  সঞ্চয়ী হিসাব নম্বর-০৩২৯১০০০১০৭৬১ , সোনালী ব্যাংক লি:, রাজাপুর শাখা, ঝালকাঠি । মোবাইল ও বিকাশ নম্বর- ০১৭২৯১০০০৬৫।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews