ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি (মোঃ রুবেল মিয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মাদককে না বলুন” শ্লোগান কে সামনে রেখে ঐতিহ্যবাহী লাঠি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ৬ টি দল অংশগ্রহণ করেন ৮তম দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলা অংশগ্রহণ করে দুটি দল।
৩০ শে আগস্ট, মঙ্গলবার বিকালে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিমপাড়া গ্রামের রাইম মেম্বারের বাড়ির উঠানে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
লাঠি খেলা দেখতে আসেন নানা বয়সের নারী-পুরুষসহ প্রায় তিন শতাধিক মানুষ । ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। এরই মধ্যে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
গ্রামের স্থানীয়রা লাঠি খেলোয়াড়রা এ খেলার আয়োজন করেন। করোনার কারণে এ খেলা বন্ধ ছিল কয়েক বছর। এখন থেকে প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে জনিয়েছেন স্থানীয় লাঠি খেলোয়াড়রা।