ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৩আগস্ট) বিকেলে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সারাদেশে তেলের দাম বৃদ্ধি, দ্রব্য মূল্যের উর্ধগতি ও ভোলায় পুলিশের গুলিতে যুবদলের নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডঃনুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দীকি ও সদস্য সচিব নূর আলম প্রমুখ।