ভ্রাম্যমান প্রতিনিধি (রাকিব হোসেন) : বিবিসি এফ জীববৈচিত্র্য সংরক্ষণে আপোষহীন নেতৃত্বের স্লোগান নিয়ে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইং- ২১ জানুয়ারি ২০২৩ তারিখ শনিবার বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন(বিবিসি এফ) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকি ও জাতীয় সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেগম হাবিবুন নাহার এমপি, মাননীয় উপমন্ত্রী, পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কবীর বিন আনোয়ার, মন্ত্রী পরিষদ সচিব (অবঃ)ও চেয়ারম্যান, ইসিবেলা ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মো: আমীর হোসাইন চৌধুরি, প্রধান বন সংরক্ষন, বন অধিদপ্তার, বাংলাদেশ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাঃ মোল্যা রেজাউল করিম, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা, বিবিসি এফ এবং ফরেষ্ট একাডেমি, চট্টগ্রাম, প্রফেসর ডা: নিয়াজ আহমেদ খান, প্রো-ভি সি, বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসি এফ)।