মানবচিত্র ডেস্ক : বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কলোনিয়াল মাইন্ড সেটআপ থাকায় আমাদের গণমাধ্যম বিদেশিদের বেশি গুরুত্ব দেয়। ফলে তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। আমাদের গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে এবং মজা পায়। তারা নিজেদের সম্রাট মনে করে। বাংলাদেশ দরিদ্র দেশ বলেই তারা এটা করে।’
ড. মোমেন বলেন, ‘আমাদের গণমাধ্যম তাদের সঠিক দায়িত্ব পালন করছে না। তবে প্রত্যাশা করি, রাষ্ট্রদূতরাও তাদের সীমা মেনে চলবেন।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিদেশে আমাদের দেশের লোকদের হত্যা করা হয়। অথচ এগুলো নিয়ে আমরা কখনো হইচই করি না। ফ্রান্সে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়, ইংল্যান্ড- আমেরিকাতে পুলিশ গলাটিপে মানুষ হত্যা করে ফেলে, অথচ তাদের গণমাধ্যম কোনো প্রশ্ন করে না। তাদের চেয়ে আমাদের পুলিশ অনেক সহনশীল। যখন বিএনপি দেশ ও মানুষের সম্পদহানির চেষ্টা করে, তখন পুলিশ ব্যবস্থা নেয়।’
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করল, সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে কাছেও নেই।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি কতৃক প্রদত্ত সিলেটের পাঁচ গুণীজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।