মানবচিত্র ডেস্ক : আগামী সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সদস্যরা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। আজ শনিবার ১৫ জুলাই সকাল ৯টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বৈঠকে অংশ নিয়েছেন।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ৫ জন সদস্য বৈঠকে অংশ নিয়েছেন। এরপর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দলটির বৈঠকে বসবে। এই বৈঠকটি হবে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ চারজন বৈঠকে অংশ নিতে পারেন।
এছাড়া ইইউর গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল চারটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।