সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি (মোঃ মুনছুর হেলাল) : সিরাজগঞ্জ জেলা বি,এনপি কর্তৃক আয়োজিত বি,এনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবীতে সিরাজগঞ্জের ভাষানী মিলনায়তনে ৩ ঘন্টার অনশন কর্মসূচি পালন করেছে।
অনশনে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলা ১১ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত কোন কিছু না খেয়ে টানা ৩ ঘন্টার অনশন কর্মসূচি পালন করেন। উক্ত অনশন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, আমীরুল ইসলাম আলীম, সিরাজগঞ্জ জেলা বি,এনপির সভাপতি, মোছাঃ রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক, মোঃ সাইদুর রহমান (বাচ্চু) সহ জেলার অনন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বর্তমান দেশের ভোটনীতি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন নেতৃবৃন্দরা।
অনশন কর্মসূচি ও জেলা বিএনপি’র সভাপতি মোছাঃ রোমানা মাহমুদ জেলা মহিলা দলের নেত্রীকে পানি পান করান। অবশেষে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে অনশন কর্মসূচি সমাপ্তি করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান (বাচ্চু)।