মানবচিত্র ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
বিআইআইএসএস মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (৫ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শেখ পাশা হাবিব মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত বছরের ১২ ডিসেম্বর বিআইআইএসএস’র মহাপরিচালকের দায়িত্ব পান মাকসুদুর রহমান।
এদিকে ২০১৭ সালে মেজর জেনারেল পদে পদোন্নতি পান শেখ পাশা হাবিব। বর্তমানে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টরিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন।
শেখ পাশা হাবিব উদ্দিন ১৯৬৭ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে স্নাতক করেন এবং ১৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগ দেন। ১৯৮৭ সালে কমিশন লাভ করেন। তা ছাড়া তিনি বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার ও ইউএনওসিআইয়ের কমান্ডার ছিলেন।