মানবচিত্র ডেস্ক : রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক মো. লিটন ও হেল্পার মো. আবুল খায়েরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু-তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বাড়ি ভোলা জেলায়।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরণিতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। তবে, মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।
এ ঘটনায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। আজ দুপুরেও তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।