জাতীয় ডেস্ক : জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল অর্থনীতির দেশ। আশা করি অচিরেই বাংলাদেশের জনপ্রতি আয় তিন হাজার ডলার পেরিয়ে যাবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) টকে জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন।
পদ্মাসেতু প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত বলেন, পদ্মাসেতু নির্মাণ আন্তর্জাতিক পরিসরে বিনিয়োগ আসার জন্য একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ এশিয়ার অন্যতম বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে এসেছে বাংলাদেশ।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইপিজেডে জাপানের বিনিয়োগ ছাড়াও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভবনার কথাও এ সময় উল্লেখ করেন তিনি।
ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট অচিরেই চালু হওয়ার আশাবাদ ব্যাক্ত করে জাপানের রাষ্ট্রদূত বলেন, এর ফলে দুই দেশের সম্পর্ক আরো বাড়বে।
পদ্মাসেতুর মতো বাংলাদেশ এত বড় অবকাঠামো নির্মাণে যে সাহস দেখিয়েছে, এর জন্য জাপানের বিনিয়োগকারীদের এ দেশে ৬০ শতাংশ বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।