অনলাইন ডেস্ক : করোনা প্রতিরোধে বরগুনা জেলায় সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
“মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এ মূলমন্ত্রকে সামনে রেখে ২১/০৩/২০২১ খ্রি. পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণের নেতৃত্বে বরগুনা জেলা পুলিশের সকল ইউনিটে পৃথকভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নতুন করে মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বরগুনা জেলা পুলিশ করোনা মোকাবেলায় সাধারণ জনগণকে মাস্ক পরতে উদ্ভুদ্ধকরণ এবং অনুপ্রানিত করাসহ সচেতনতা বাড়াতে র্যালী ও মাইকিং করা হয়।
এসময় পুলিশ সুপার বিভিন্ন জনবহুল এলাকা, বাসসহ বিভিন্ন যানবাহন ও বরগুনা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন ইউনিটের এ কার্যক্রম তদারকি করেন।